Amar Sangbad
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪,

দ্রুত নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহ্বান রিজভীর

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

নভেম্বর ১৬, ২০২৪, ০৬:০২ পিএম


দ্রুত নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহ্বান রিজভীর

জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে দ্রুত নিরপেক্ষ নির্বাচন দেওয়ারে আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভোটাররা যেন ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিতে দাবি করে কালক্ষেপণ হলে মানুষের মনে প্রশ্ন তৈরি হবে বলেও মন্তব্য করেন রিজভী।

জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহত বরিশাল বিভাগের ৩১ শহীদ পরিবারের পাশে দাঁড়াতে সৌজন্য সাক্ষাৎ ও সহমর্মিতা প্রকাশ অনুষ্ঠান আয়োজন হয় বরিশালে।

বাকেরগঞ্জে ‘আমরা বিএনপি পরিবার’ এর ব্যানারে সভায় রিজভী আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। শেখ হাসিনার দোসররা নেপথ্যে থেকে সিন্ডিকেট করছে জানিয়ে তাদের শাস্তি আওতায় আনার আহ্বান জানান।

জুলাই গণঅভ্যুত্থানে নিহত রবিউলের স্ত্রী তানিয়া আক্তার বলেন, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে দুই মাস বয়সী সন্তান। সন্তানকে নিয়ে তিনি এখন দিশেহারা। স্বামী ইলেকট্রিকাল ব্যবসায়ী রবিউল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে নিহত হন। কারো স্বামী, কারো সন্তান, কেউ হারিয়েছেন বাবা। এই স্বজন হারানোদের চোখে জল, বুকে চাপা কষ্ট। চান হত্যার বিচার।

জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বরিশাল বিভাগের ৩১ শহীদ পরিবারকে সাথে সৌজন্য সাক্ষাৎ ও সহমর্মিতা প্রকাশে ‘আমরা বিএনপি পরিবার’ ব্যানারে এই আয়োজন হয় বরিশালের বাকেরগঞ্জে।

এতে প্রধান অতিথির বক্তব্যে, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আওয়ামী গণঅভ্যুত্থানে নিহতদের পাশে থাকবে বিএনপি থাকবে বলে ঘোষণা দেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, জনগণের ক্ষমতা দ্রুত জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। কালক্ষেপণ হলে জনমনে প্রশ্ন তৈরি হবে বলেও মন্তব্য করেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছেনা জানিয়ে, শেখ হাসিনার দোসর সিন্ডিকেটদের শাস্তি আওতায় আনার আহ্বান জানান।

এর আগে দুপুরে বাকেরগঞ্জে পৌঁছে নিহত যুবদল নেতা আরিফুর রহমান রাসেলের কবর জিয়ারত করেন।

ইএইচ

Link copied!