Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

হাতীবান্ধায় মৈত্রী শিশু অ্যাকাডেমির শিক্ষার্থীদের সংবর্ধনা

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

নভেম্বর ১৬, ২০২৪, ০৬:০৮ পিএম


হাতীবান্ধায় মৈত্রী শিশু অ্যাকাডেমির শিক্ষার্থীদের সংবর্ধনা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মৈত্রী শিশু অ্যাকাডেমির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে প্রগতিশীল শিশু প্রতিভা বিকাশের প্রত্যয়ে উপজেলার মৈত্রী শিশু অ্যাকাডেমির বর্ণাঢ্য আয়োজনে অ্যাকাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ কিন্ডারগার্ডেন শিক্ষাবোর্ড থেকে বৃত্তি অর্জনকারী মৈত্রী শিশু অ্যাকাডেমির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন পর্যায়ে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।

মৈত্রী শিশু অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা সদস্য ডাক্তার রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব এম জি মোস্তফা সাবেক চেয়ারম্যান, বিশেষ অতিথি ছিলেন, শহিদুর রহমান কৃষি ব্যাংক কর্মকর্তা, আলহাজ্ব শফিকুল ইসলাম সাবেক ব্যাংক কর্মকর্তা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আমিরুজ্জামান কৃষি ব্যাংক কর্মকর্তা,   নুরুল ইসলাম মিঠুল সহকারী প্রধান শিক্ষক আদর্শ উচ্চ বিদ্যালয়, কাজী আসাদুজ্জামান খোকন প্রভাষক বড়খাতা কলেজ ও অ্যাকাডেমির অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শিক্ষিকাসহ অভিভাবক বৃন্দ।

ইএইচ

Link copied!