Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

আখাউড়ায় ছুরিকাঘাতে যুবক হত্যা, গ্রেপ্তার ২

আখাউড়া প্রতিনিধি

আখাউড়া প্রতিনিধি

নভেম্বর ১৬, ২০২৪, ০৭:২৫ পিএম


আখাউড়ায় ছুরিকাঘাতে যুবক হত্যা, গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বাধীন মিয়া (২৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে উপজেলার আমোদাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার ৮ ঘণ্টার মধ্যে এই হত্যাকাণ্ডের মূল আসামি স্বপন চৌধুরী (৪০) ও শরীফ চৌধুরীকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টায় পূর্ব শত্রুতার জের ধরে আখাউড়া আজমপুর রেলওয়ে কলোনি মসজিদের সামনে স্বাধীন মিয়াকে ছুরিকাঘাত করে স্বাধীন চৌধুরী।

স্থানীয়রা স্বাধীনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাতে নিহত স্বাধীন মিয়ার পিতা ফজল মিয়া বাদী হয়ে ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।  

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসিম জানান, গ্রেপ্তার স্বপনের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আদালতে পুলিশ তাদের ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে।

ইএইচ

Link copied!