Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সাংবাদিকদের সঙ্গে নাসিরনগর থানার নবাগত ওসির মতবিনিময়

নাসিরনগর (প্রতিনিধি) ব্রাহ্মণবাড়িয়া

নাসিরনগর (প্রতিনিধি) ব্রাহ্মণবাড়িয়া

নভেম্বর ১৭, ২০২৪, ০২:৩০ পিএম


সাংবাদিকদের সঙ্গে নাসিরনগর থানার নবাগত ওসির মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাংবাদিকদের সঙ্গে থানার নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় নাসিরনগর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ও নবাগত তদন্ত কর্মকর্তা মো. হাসান জামিল খানের সাথে নাসিরনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নাসিরনগর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমকর্মীদের সহযোগিতার অনুরোধ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি ৫ নভেম্বর রাতে থানায় যোগদান করেছি। যোগদানের পর থেকে এ থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি আমার পুরো টিমকে সাথে নিয়ে সক্রিয়ভাবে কাজ করছি। নাসিরনগর থানার এলাকার আইনশৃঙ্খলা রক্ষা করতে সকলের সহযোগিতা প্রয়োজন। মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই ও জুয়ার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। আশা করি পুলিশ, সাংবাদিক ও জনগণ মিলে-মিশে কাজ করলে সমাজ থেকে সব ধরনের অপরাধ কমে যাবে।

নাসিরনগর থানার নবাগত পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাসান জামিল খান বলেন, মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি, নারী নির্যাতন রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

অন্যদের মধ্যে বক্তব্য দেন- নাসিরনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও আজীবন সদস্য সিনিয়র সাংবাদিক দৈনিক মানবজমিন প্রতিনিধি আজিজুর রহমান চৌধুরী, দৈনিক সকালের সময় প্রতিনিধি হুমায়ূন কবির ভুঁইয়া, দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি নিহারেন্দু চক্রবর্তী, দৈনিক কালবেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মাহমুদ, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মো. আরিফুল ইসলাম, দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি শামীম আল মামুন, দৈনিক যুগান্তর প্রতিনিধি মনির হোসেন, আজকের পত্রিকা প্রতিনিধি বরুণ সরকার, দৈনিক সময়ের কাগজ প্রতিনিধি নয়ন কুমার দাস, দৈনিক বর্তমান প্রতিনিধি মো. আবদাল মিয়া প্রমুখ।

ইএইচ

Link copied!