বরিশাল ব্যুরো
নভেম্বর ১৭, ২০২৪, ০২:৫৫ পিএম
বরিশাল ব্যুরো
নভেম্বর ১৭, ২০২৪, ০২:৫৫ পিএম
গ্রামের প্রত্যন্ত অঞ্চলের গর্ভবতী মায়েদের পুষ্টি নিয়ে কাজ করে যাচ্ছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)।
কমিউনিটি পর্যায়ে সচেতনতা সৃষ্টি এবং গর্ভবতী মায়েদেরকে গর্ভকালীন সেবা গ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) দুই দিনব্যাপী ‘গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন’ এর আয়োজন করেছে।
রোববার সকাল ১১টা থেকে বরিশালের উজিরপুর উপজেলার নওবাড়ি ইউনিয়নের গুঠিয়া বন্দর বাজারের মুবিন ফার্মেসিতে এ আয়োজন করা হয়েছে। যা চলবে সোমবার বিকাল পর্যন্ত।
আর এই সেবা নিতে গ্রাম্যের অসংখ্য গর্ভবতী মায়েরা হাজির ক্যাম্পেইনস্থলে। সচেতনতার পাশাপাশি বিনামূল্যে ওষুধ ও উপদেশে খুশি তারা।
ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করেন এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তছলিম উদ্দিন খান।
এসএমসির হেলথ নেটওয়ার্কের আওতাধীন প্রায় ১৩ হাজার প্রশিক্ষিত নন-গ্রাজুয়েট ব্লু-স্টার সেবাদানকারী এবং নেটওয়ার্ক বহির্ভূত অন্যান্য সেবাদানকারীগণ গর্ভবতী মায়েদেরকে গর্ভকালীন সেবাসমূহ সম্পর্কে পরামর্শ প্রদান এবং এসএমসি`র ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ ট্যাবলেট `ফুলকেয়ার` ও ক্যালসিয়াম ট্যাবলেট `ফরবোন` বিতরণ করেন।
এছাড়াও, এসএমসি ১২০টি উপজেলা কমিউনিটি মোবিলাইজেশন কর্মসূচির মাধ্যমে এ ক্যাম্পেইনে সম্পৃক্ত হয়েছে।
ইএইচ