Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গাংনীতে যৌথ বাহিনীর অভিযানে ইউপি সদস্য আটক

গাংনী প্রতিনিধি

গাংনী প্রতিনিধি

নভেম্বর ১৭, ২০২৪, ০৩:০৫ পিএম


গাংনীতে যৌথ বাহিনীর অভিযানে ইউপি সদস্য আটক

মেহেরপুরের গাংনীতে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও কৃষি পণ্যসহ আজমাইন হোসেন টুটুল (৫০) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী।

রোববার সকালে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ আটক করা হয়েছে।

আজমাইন হোসেন টুটুল গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষীনারায়নপুর ধলা গ্রামের গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে ও কাথুলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।

মেহেরপুর র‌্যাব-১২, সিপিসি- ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল্লাহ জানান, নিজ বাড়িতে অস্ত্র ও গুলি নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ ফিল্ড রেজিমেন্টের ক্যাপ্টেন রওশনের নেতৃত্বে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ধঞ্চে গাদার নীচ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ সময় র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, আজমাইন হোসেন টুটুল মেম্বারকে আইনি প্রক্রিয়া শেষে থানা হাজতে হস্তান্তর করা হবে।

ইএইচ

Link copied!