Amar Sangbad
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪,

শ্রীপুরে বাস চাপায় নারী শ্রমিক নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

নভেম্বর ১৭, ২০২৪, ০৩:২১ পিএম


শ্রীপুরে বাস চাপায় নারী শ্রমিক নিহত

গাজীপুরের শ্রীপুরের নতুন বাজারে মহাসড়ক পার হওয়ার সময় বাস চাপায় নারী শ্রমিক নিহত হয়েছেন।

নিহত মোছা. বিলকিছ আক্তারের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ি থানার মালিয়াপাড়া গ্রামে। সে ভবানীপুর এলাকায় এলাকার ট্রাস্ট নিটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে জুনিয়র অপারেটর পদে চাকরি করতেন।

রোববার সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তুলা গবেষণা ইন্সটিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, রোববার সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তুলা গবেষণা ইন্সটিটিউটের সামনে শেরপুর থেকে ঢাকাগামী আমানি পরিবহনের একটি বাস মহাসড়ক পার হওয়ার সময় মোছা. বিলকিছ আক্তারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইএইচ

Link copied!