Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সাদুল্লাপুরে মাঠ দিবস অনুষ্ঠিত

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

নভেম্বর ১৭, ২০২৪, ০৪:২৩ পিএম


সাদুল্লাপুরে মাঠ দিবস অনুষ্ঠিত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে সাদুল্লাপুর কৃষি অফিসের আয়োজনে নিজপাড়া গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মাঠ দিবসে নিজপাড়া গ্রামের কৃষক সাইফুল ইসলামের চাষ করা লাউয়ের জমি প্রদর্শন করা হয়।

মাঠ প্রদর্শন শেষে ইউনিয়নের কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলা কৃষি অফিসার মতিউল আলমের সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি অফিসার মাহবুবুল আলম বসুনিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর আঞ্চলিক প্রকল্প অফিসার ড, নজরুল ইসলাম, বিশেষ অতিথি গাইবান্ধার অতিরিক্ত উপ-পরিচালক রোস্তম আলী, ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন, ইউপি সদস্য শাহাদাত হোসেন, আবু তালেব, স্থানীয় জামায়াত নেতা রাশেদ মন্ডল, কৃষি উপসহকারীসহ স্থানীয় কৃষক- কৃষাণীরা গণমাধ্যম কর্মীরা।

ইএইচ

Link copied!