Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

হিজলায় হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হিজলা (বরিশাল) প্রতিনিধি

হিজলা (বরিশাল) প্রতিনিধি

নভেম্বর ১৭, ২০২৪, ০৭:৩৭ পিএম


হিজলায় হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বরিশালের হিজলা উপজেলায় বিভিন্ন হাফিজিয়া ও কওমীয়া মাদরাসার ছাত্রদের হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

হিজলা উপজেলা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের আয়োজনে রবিবার বেলা ৪ টার সময় উপজেলা কাউরিয়া বাজার কেন্দ্রীয় মসজিদ মাঠে  এ অনুষ্ঠান হয়।

উপজেলার ২২ টি হাফিজিয়া ও কওমীয়া মাদরাসার ১৫২ জন ছাত্র এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।তাদের মধ্যে ৩৬ জন বিজয়ী ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। 

কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গির হোসেন,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসিন সাদেক,হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ,হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বরিশাল জেলার সাধারণ সম্পাদক হাফেজ কারী মো. ফয়জুল্লাহ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাসেমুল উলুম ইসলামীয়া মাদরাসার প্রিন্সিপাল আলহাজ মাওলানা সালাউদ্দিন খান।

আরএস

Link copied!