Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

আখাউড়ায় কৃষি জমির মাটি বিক্রিতে জরিমানা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

নভেম্বর ১৮, ২০২৪, ১১:২১ এএম


আখাউড়ায় কৃষি জমির মাটি বিক্রিতে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষি জমি থেকে মাটি বিক্রির অভিযোগে মো. আলম ভূঁইয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি রবিবার বিকেলে ঘাগুটিয়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ঘাগুটিয়া বিজিবি বিওপি সংলগ্ন এলাকার কৃষি জমি থেকে এক্সকেভেটর দিয়ে অবৈধভাবে মাটি উঠিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(খ) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫(১) ধারায় অর্থদণ্ড আদায় করা হয়।

 

বিআরইউ
 

Link copied!