Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

লালমনিরহাটে মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট প্রতিনিধি

নভেম্বর ১৮, ২০২৪, ০৩:৩৪ পিএম


লালমনিরহাটে মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

লালমনিরহাট নেছারিয়া কামিল মাদরাসার সাধারণ শিক্ষার্থীরা শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন।

তারা জানায়, গত ৭ নভেম্বর লালমনিরহাট নেছারিয়া কামিল মাদরাসার সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ মাওলানা মোসলেম উদ্দীন সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন বিষয় নিয়ে মিথ্যা তথ্য প্রদান করেন। তারই প্রেক্ষিতে আজকের এই সংবাদ সম্মেলন।

সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের সর্ববৃহৎ ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ লালমনিরহাট নেছারিয়া কামিল মাদরাসা। মাদরাসারটির যেমনি আছে সুনাম তেমনি আছে সুখ্যাতি। ১৯৬৫ সালে এই মাদরাসা প্রতিষ্ঠা হয়। বিশিষ্ট আলেমেদিন মাওলানা মোজাম্মেল হক প্রতিষ্ঠালগ্ন থেকেই অত্যন্ত দক্ষতা, যোগ্যতা, সততার সাথে এই মাদরাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করে সম্মানের সাথে অবসর নিয়েছেন।

আজও এলাকার মানুষ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে। তারপর মাওলানা মাহফুজুর রহমান তিনিও অত্যন্ত দক্ষতা ও যোগ্যতার সাথে মাদরাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করে অবসর নেন। তারপর ২০১৫ সালে অধ্যক্ষ পদে যোগদান করেন মাওলানা মোসলেম উদ্দীন। তিনি দায়িত্ব নেয়ার পর থেকেই শুরু হয় সীমাহীন দুর্নীতি, ঘুস আর চাকুরি বাণিজ্য। এমনকি নারি কেলেঙ্কারির জঘন্য ঘটনার সাথেও জড়িত হন মাওলানা মোসলেম উদ্দীন।

তারা আরও জানান, তিনি শিক্ষিকাদের মাতৃত্বকালীন ছুটি দিতেন টাকার বিনিময়ে, মাদরাসায় অধ্যায়নরত মেয়ে শিক্ষার্থীদের সাথে খুব বাজে আচরণ করার অভিযোগ আছে তার বিরুদ্ধে।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, মোসলেম উদ্দিনের সকল অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসনের কাছে বিচার চান তারা।

ইএইচ

Link copied!