Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

প্রকাশ্যে যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

নভেম্বর ১৮, ২০২৪, ০৩:৩৯ পিএম


প্রকাশ্যে যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা

পাবনার ঈশ্বরদীতে ওয়ালিফ হোসেন মানিক (৩৪) নামের এক যুবলীগ কর্মীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার রূপপুর পাকার মোড়স্থ ইউসুফ পাটোয়ারীর গলিতে নিহত যুবলীগ কর্মীর বাড়ির পেছনে এ ঘটনা ঘটে।

নিহত মানিক ওই এলাকার মো. ইউনুচ সরদার ওরফে ইউনুচ লন্ড্রির ছেলে। সে পাকশী ইউনিয়ন যুবলীগের কর্মী ছিলেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, পাকশী ইউনিয়ন যুবলীগ কর্মী সৌরভ হাসান টুনটুনির (হাতকাটা টুনটুনির) ভাই তানভির হাসান মনা হত্যা মামলায় প্রধান আসামি ছিলেন মানিক। হাত কাটার মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মানিক ৭-৮ দিন আগে জামিনে ছাড়া পেয়ে গত রোববার রাতে নিজ বাড়ি রূপপুরে আসেন। সোমবার সকালে নিজ বাড়ির পেছনে তাকে গুলি করে ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম শহিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরেই ওয়ালিফ হোসেন মানিককে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত হত্যায় জড়িতদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

ইএইচ

Link copied!