Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫,

নাটোরে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি

নাটোর প্রতিনিধি

নভেম্বর ১৮, ২০২৪, ০৪:৩৪ পিএম


নাটোরে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

নাটোর সদর উপজেলায় শিশু (১০) ছাত্রীকে প্রশ্ন দেখানোর প্রলোভনে ধর্ষণের দায়ে প্রাইভেট শিক্ষক হযরত আলী (৪২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার বেলা ১১টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এই আদেশ দেন।

শিশুটি বাগরুম ব্রাক শিশু নিকেতন এর ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

দণ্ডপ্রাপ্ত হযরত আলী নাটোর সদর উপজেলার বাগরুম মহল্লার মৃত হাবিবুর রহমান এর ছেলে ও বাগরুম ব্রাক শিশু নিকেতন এর শিক্ষিকা সুফিয়া বেগম এর স্বামী।

নাটোর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল কাদের মিয়া জানান, দীর্ঘ প্রায় সাড়ে ৬ বছর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক হযরত আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। রায়ে উল্লেখ করা হয় জরিমানার অর্থ শিশুটি পাবেন।

ইএইচ

Link copied!