Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গৌরনদীতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ২

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

নভেম্বর ১৮, ২০২৪, ০৪:৪১ পিএম


গৌরনদীতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ২

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী এলাহি অটো রাইস মিলের মাটির নিচে থেকে দেশীয় অস্ত্রসহ দু’জনকে আটক করেছে যৌথ বাহিনী।

এ ঘটনার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন মুন্সির মালিকানাধীন রাইস মিলে গৌরনদী ক্যাম্পের সেনাবাহিনী ও মডেল থানার পুলিশ অভিযান চালায়। এ সময় মিলের ভিতরে বৈদ্যুতিক সাব স্টেশনের পাশে মাটির নীচ থেকে ২টি রামদা, ২টি চাইনিজ কুড়াল, একটি ছোরা ও একটি হুইল লেন্স জব্দ করে এবং মিলের কর্মচারী শাহিনুর প্রধান ও জাহিদ হাসানকে আটক করা হয়।

ইএইচ

Link copied!