Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কোম্পানীগঞ্জে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নভেম্বর ১৮, ২০২৪, ০৫:৩৪ পিএম


কোম্পানীগঞ্জে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীমের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য দেন, কোম্পানীগঞ্জ ও কবিরহাট এরিয়া ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ আসিফ, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মোশাররফ হোসাইন।

এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, হেফাজতে ইসলাম কোম্পানীগঞ্জ উপজেলা আমির মাওলানা আলী আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা সেক্রেটারি মুফতি আব্দুল্লাহ আল নোমান, ছাত্র সমন্বয়ক  আরিফুল ইসলাম, জোবায়েরসহ আহত ও নিহত পরিবারের সদস্যবৃন্দ।

সভাশেষে গণঅভ্যুত্থানে নিহত আবু বক্কর ছিদ্দিকের পরিবারের হাতে ও আহত ইফরাতুল হাসান রাহিম, মো. ইউসুফ নবী, জাকের হোসেন ও মো. নুর হোসেনকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম।

ইএইচ

Link copied!