Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কুয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নভেম্বর ১৮, ২০২৪, ০৬:১৫ পিএম


কুয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

কুয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় শেখ আবু বাক্কার (৩৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

সোমবার বাংলাদেশ সময় রাত ৩টার দিকে কুয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় তিনি মারা যান।

নিহত আবু বাক্কার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা চাতলপাড় ইউনিয়নের কচুয়া সরিষাপুর গ্রামের আনসার বাড়ির মো. শেখ কবির আনসারীর ছেলে। আবু বাক্কার  তিন পুত্র সন্তানের বাবা।

আবু বাক্কারের স্বজনরা জানান, দীর্ঘ প্রায় ২০ বছর যাবত কুয়েতে প্রবাস জীবনযাপন করছেন শেখ আবু বাক্কার আনসারী। কুয়েতে তিনি প্রাইভেটকারে রাইড শেয়ারিং করতেন। ঘটনার দিন কুয়েতে রাইড শেয়ারিং করতে গিয়ে তার প্রাইভেটকারটি দুর্ঘটনার শিকার হয়।

নিহতের প্রতিবেশী নিয়ামুল ভূইয়া জানান, শেখ আবু বাক্কার আনসারী দীর্ঘদিন যাবত কুয়েত প্রবাসী হিসেবে আছেন। আজ রাতে প্রাইভেটকার দুর্ঘটনায় তিনি মারা যান। ব্যক্তি হিসেবে তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার পরিবার লাশ আনার জন্য যোগাযোগ করছেন।

ইএইচ

Link copied!