Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভূঞাপুরে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নভেম্বর ১৮, ২০২৪, ০৭:০১ পিএম


ভূঞাপুরে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া ৩নং ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে উপজেলার কষ্টাপাড়া ঈদগাহ মাঠে ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

কর্মী সভায় ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাফিজুর রহমান শাহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাকছুদ জামিল মিন্টু।

অনুষ্ঠান সঞ্চালনা করেন- বিএনপি নেতা তারিকুল ইসলাম সুজা ও আমজাদ প্রামাণিক।

কর্মীসভায় ৩নং ওয়ার্ডে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!