Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সুন্দরগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

নভেম্বর ১৮, ২০২৪, ০৮:০৯ পিএম


সুন্দরগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

বীজ ও সার বিতরণ উপলক্ষ্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজির হোসেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন- উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম সরকার মঞ্জু, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক মাহমুদ, পৌর জামায়াতের আমির একরামুল হক, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদেক হেসেন প্রমুখ।

ইএইচ

Link copied!