Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ভারতীয় কিসমিসসহ আটক ১

সিলেট ব্যুরো

সিলেট ব্যুরো

নভেম্বর ১৮, ২০২৪, ০৮:৪০ পিএম


ভারতীয় কিসমিসসহ আটক ১

৩০ কেজি ভারতীয় কিসমিসের চালানসহ এক ব্যক্তিকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

রোববার সকাল সাড়ে ১১টায় এয়ারপোর্ট থানাধীন বড়শলা বাইপাস পয়েন্ট সংলগ্ন সড়ক থেকে মনির হোসেন নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক মনির হোসেন মাদারীপুর জেলার শিবচর থানার কাদিপুর গ্রামের ইউনুছ মাতবরের ছেলে।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মনির হোসেনের কাছ থেকে ৬০টি প্যাকেটে ৩০ কেজি ভারতীয় কিসমিস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কিসমিসের বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

ইএইচ

Link copied!