Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪,

ইউএনও আলীমুজ্জামান

সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করলেই ব্যবস্থা

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

নভেম্বর ১৮, ২০২৪, ০৮:৪৩ পিএম


সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করলেই ব্যবস্থা

সারের পর্যাপ্ত মজুদ ও সুষ্ঠু বিতরণের লক্ষ্যে নওগাঁর পত্নীতলা উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলীমুজ্জান মিলনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ইউএনও আলীমুজ্জামান মিলন বলেন, সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করলেই বালাইনাশক ডিলারদের বিরুদ্ধে আইনগত কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান প্রমুখ।

ইএইচ

Link copied!