Amar Sangbad
ঢাকা সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪,

সাংবাদিক তুরাব হত্যা: কনস্টেবল উজ্জ্বল সিনহা পাঁচ দিনের রিমান্ডে

সিলেট ব্যুরো

সিলেট ব্যুরো

নভেম্বর ১৮, ২০২৪, ০৯:২১ পিএম


সাংবাদিক তুরাব হত্যা: কনস্টেবল উজ্জ্বল সিনহা পাঁচ দিনের রিমান্ডে

সিলেটে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলায় পুলিশ সদস্য উজ্জ্বল সিনহাকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

সোমবার দুপুরে দুপুরে শুনানি শেষে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মোমেন এ আদেশ দেন।

এর আগে, রোববার রাতে ঢাকা থেকে উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পরে আলোচিত এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা, পিবিআই পরিদর্শক মোহাম্মদ মোরসালিন বলেন, কনস্টেবল উজ্জ্বল সিনহাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে বিচারক পাঁচ দিনের রিমান্ডে মঞ্জুর করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম জানান, ওই পুলিশ সদস্য ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই সিলেট মহানগরের বন্দরবাজারে কালেক্টরেট মসজিদের পাশে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক এটিএম তুরাব। ওইদিনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তুরাব দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি ও স্থানীয় একটি দৈনিকের নিজস্ব প্রতিবেদক ছিলেন।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে প্রধান ও ১৮ পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০০-২৫০ জনকে আসামি করে মামলা করেছেন।

ইএইচ

Link copied!