Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত গোয়ালন্দের কৃষকরা

গোয়ালন্দ ( রাজবাড়ী) প্রতিনিধি:

গোয়ালন্দ ( রাজবাড়ী) প্রতিনিধি:

নভেম্বর ১৯, ২০২৪, ০১:৫২ পিএম


শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত গোয়ালন্দের কৃষকরা

গোয়ালন্দ উপজেলায় মাঠে মাঠে শোভা পাচ্ছে অনেক ধরনের শীতকালীন সবজি। টমেটো, ফুলকপি, বাঁধাকপি, মরিচ, বেগুন, মিষ্টি  কুমরাসহ  নানা শাক-সবজিতে ভরে গেছে কৃষকের খেত। ভালো দাম পাওয়ার আশায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেত পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। এদিকে এর মধ্যে বাজারেও উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। তবে দাম অনেক বেশি।

সরেজমিনে দেখা যায়, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া, উজানচর, ছোট ভাকলা, দেবগ্রাম এলাকায় চাষিদের কৃষি কাজে ব্যস্ততা দেখা গেছে। টমেটো , মরিচ, ফুলকপি, বাঁধাকপি, করলা, বেগুন, মুলা, লাউ  লাল শাকসহ হরেক রকম আগাম শীতকালীন সবজি চাষ হচ্ছে। কেউ চারার পরিচর্যা করছেন, আবার কেউ সার,কেউ পানি দেয়ার কাজে ব্যস্ত। এছাড়াও যারা পিছিয়ে পড়েছেন তারা জমি প্রস্তত, বীজ বপণে তোড় জোড় শুরু করেছেন।

কৃষকরা বলেন, আগাম শীতকালীন সবজি চাষে পোকা মাকড়ের আক্রমণ, বৃষ্টিপাতসহ বিভিন্ন ঝুঁকি থাকে। এছাড়াও খরচ হয় বেশি। তারপরও বাজারে ভালো দাম থাকায় লাভ হয় দ্বিগুণ। এবছর আবহাওয়া অনুকূলে থাকলে ভালো দাম পাওয়ার স্বপ্ন দেখছেন তারা।

কৃষক আলমগীর মোল্লা বলেন, আমি ৯বিঘা জমিতে মিষ্টি কুমড়া  চাষ করেছি। আমার প্রতি বিঘা জমিতে ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়েছে,  তবে আবহাওয়া ভালো থাকলে, ভালো দাম পাওয়ার স্বপ্ন দেখছি।

কৃষক  মো. জুয়েল শেখ  বলেন, এ বছর ৪ বিঘা  জমিতে বেগুন  চাষ করেছি। আগাম শীত মৌসুমের জন্য যেসব সবজি চাষ করা হয়, তার দাম ভালোই পাওয়া যায়। কিন্তু পরিচর্যা বেশি করতে হয়। পোকামাকড়ের আক্রমণ বেশি হয়। আবার বৃষ্টি হলে চারা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরও ঝুঁকি নিয়ে ভালো দামের আশায় আগাম সব সবজি চাষ করা হয়।

কৃষক আব্দুল করিম বেপারী বলেন, আমি ৩০ বিঘা জমিতে টমেটো  চাষ করেছি।  আমার প্রতি বিঘা জমিতে ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ হয়েছে, যদিও এই  বছর বৃষ্টির কারণে আগাম সবজি চাষে কিছুটা সমস্যা হয়েছে। এজন্য একটু বেশি পরিচর্যা করতে হচ্ছে। তবে দাম ভালো পেলে এই ক্ষতি পুশিয়ে যাবে আশা করছি, এবং এখান থেকে ভালো একটা লাভের স্বপ্ন দেখছি। 
আর ভালো দাম পেলে আমরা যারা কৃষক আছি, আমাদেরও আরো আগ্রহ বাড়বে।

গোয়ালন্দ উপজেলা  কৃষি কর্মকর্তা  মো. খোকনুজ্জামান  বলেন, কৃষকরা আগাম শীতকালীন বিভিন্ন ধরনের সবজির আবাদ শুরু করেছেন। যা এরইমধ্যে বাজারে উঠেছে এবং কৃষকরাও ভালো দাম পাচ্ছেন। আগাম শীতকালীন সবজি চাষে একটু ঝুঁকি বেশি থাকে। এজন্য কৃষকদের সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে সুষম সার, জৈব সার এবং কীটনাশকের সঠিক ব্যবহারের জন্য মাঠ পর্যায়ে পরামর্শ দেওয়া হচ্ছে।

বিআরইউ

Link copied!