Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪,

আদম ব্যবসায়ীর প্রতারণার শিকার সাঘাটার একাধিক পরিবার

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:

নভেম্বর ১৯, ২০২৪, ০২:০৩ পিএম


আদম ব্যবসায়ীর প্রতারণার শিকার সাঘাটার একাধিক পরিবার

কয়েক মাস আগে মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে লেবার ভিসায় পাড়ি জমান মানিক মিয়া ও আনিস মিয়া। স্থানীয় এক আদম ব্যবসায়ীর দেওয়া ভালো বেতনে চাকরির প্রলোভন ফেরাতে না পেরে ধার দেনা করে জোগাড় করেছিলেন এ পাড়ি জমানোর টাকা। বিদেশ পাড়ি জমানোর আগ মুহূর্ত পর্যন্ত তারা জানতেন লেবার ভিসায় যাচ্ছেন।

আশায় বুক বেঁধেছিলেন, আয় করা টাকা দিয়ে পরিবারের সকল দুঃখ ঘোচাবেন। কিন্তু মনের আকাশে দেখা মেলে কালো মেঘের ঘনঘটা। ঠিক যখন বিদেশের মাটিতে পা রেখে কাজের সন্ধান করেন, বুঝতে পারেন লেবার ভিসায় নয় ২ মাসের ভ্রমণ ভিসায় এসেছেন কিরগিজস্তানে।

এমনি ঘটনা ঘটেছে, গাইবান্ধার সাঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে। প্রতারণার বিষয় জানতে পেরে সাঘাটার বেলতৈল গ্রামের ভুক্তভোগী মানিক মিয়ার পক্ষে তার মা মোছা. রোজমোনা বেগম বাদী হয়ে সাঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে সামিউল ইসলাম ও ময়ান আলী নামের দু’জন ব্যক্তিকে অভিযুক্ত করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, লেবার ভিসায় বিদেশ পাঠিয়ে ২ মাসের মাঝে বৈধভাবে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে ৪ লাখ ৭০ হাজার টাকা আত্মসাৎ করেন সামিউল ইসলাম ও ময়ান আলী। একই ঘটনা ঘটেছে উপজেলার গটিয়া গ্রামেও। ভুক্তভোগী আনিছুর রহমানের বাবা মধু শেখও সাঘাটা থানায় এই দুইজন ব্যক্তির বিষয়ে অভিযোগ করেন। এ বিষয়ে মধু মিয়ার দাবি, ৫ লাখ ৬০ হাজার টাকা নিয়ে ছেলেকে ভ্রমণ ভিসায় পাঠিয়ে বিশাল অঙ্কের টাকা প্রতারণা করেছেন সামিউল ইসলাম ও ময়ান আলী।

এ বিষয়ে সামিউল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করেছি আর কিরগিজস্তানের ভিসা ৫৯ দিনের জন্যই হয়।

প্রসঙ্গত, আরও একাধিক ভুক্তভোগী নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন সামিউল ইসলামের এরকম প্রতারণার খপ্পরে পড়ে তারাও সর্বস্ব খুইয়েছেন।

বিআরইউ

Link copied!