Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

মুরাদনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

নভেম্বর ১৯, ২০২৪, ০৪:৫৩ পিএম


মুরাদনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯শে নভেম্বর) দুপুরে কবি নজরুল মিলনায়তনে উপজেলার ২২টি ইউনিয়নের কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু। এসময় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী।

এসময় আরো উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী কাউছার আল মামুন, ছাত্র প্রতিনিধিসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

কৃষি অফিসার পাভেল খান পাপ্পু জানান, চলতি মৌসুমে ২২টি ইউনিয়নে মোট ২৭হাজার ৯৫০জন কৃষকের মাঝে প্রণোদনার বীজ ও সার প্রদান করা হচ্ছে। এর মধ্যে শ্রেণি ভাগে কৃষকরা সরিষা, ভূট্টা, গম, মসুর, খেসারি, পেঁয়াজ, সবজি বীজ, বোরো উফশী, বোরো হাইব্রিড বীজসহ সার পাবেন।

বিআরইউ

Link copied!