Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪,

কাশিয়ানীতে নাতিকে বাঁচাতে গিয়ে নানা নিহত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:

নভেম্বর ১৯, ২০২৪, ০৫:৩৯ পিএম


কাশিয়ানীতে নাতিকে বাঁচাতে গিয়ে নানা নিহত

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গোয়ালগ্রামে রামদার কোপ থেকে নাতিকে বাঁচাতে গিয়ে নানা বিএনপির সভাপতি নিহত হয়েছেন। সোমবার (১৮ নভেম্বর) বিকালে আনুমানিক সাড়ে পাঁচটায় ঘটনাটি ঘটে।

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বাথানডাঙ্গা  বাজারের পাশে গোয়ালগ্রামের মো. ফরিদ শেখের নাতনী মো. লিটন কাজীর ছেলে এস এস সি পরীক্ষার্থী মো. সাইফ কাজী (১৫) এবং প্রতিবেশী আবু সাম এর ছেলে তাম্বির ( ১৮) মধ্যে বিরোধ বাঁধে । তাম্বির হাতে রামদা নিয়ে সাইফ কে তাড়া করে এ সময়ে ফরিদ শেখ নাতিকে বাঁচাতে এগিয়ে আসে। এ সময়ে হিরো আলমের মামলার অন্যতম আসামি ওই গ্রামের রিজাউল কাজীর ছেলে মো. ছানোয়ার কাজী (৪৫) জোরে চেপে ধরে। এতে ফরিদ শেখ অসুস্থ হয়ে পড়েন। তাকে মুকসুদপুর উপজেলা হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গোয়ালগ্রাম চরপাড়া এলাকায় মাঠে রেকেট খেলাকে কেন্দ্র করে এবং পূর্ব শত্রুতার জেরে বাথানডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সাইফ কাজী (১৬) পরীক্ষার নির্বাচনী পরীক্ষা দিয়ে বের হওয়ার পর একই স্কুলের তাম্বির ( ১৭) রামদা নিয়ে ধাওয়া করে। এক পর্যায়ে পরবর্তী রামদা দিয়ে আঘাত করে।

ঘটনার খবর পেয়ে সাইফ কাজীর নানা শেখ ফরিদ আহমেদ ঘটনাস্থলে যেয়ে ঠেকাতে গেলে তার গায়ে ধাক্কা লাগে ছানোয়ার জোরে চেপে ধরে এবং তৎক্ষণাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন।

নিহত শেখ ফরিদ আহমেদ (৬৫) গোয়ালগ্রামের মৃত ধলা মিয়া শেখের ছেলে। তিনি মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. সফিউদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিআরইউ

Link copied!