Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

রামগড়ে অস্ত্রসহ ইউপিডিএফের চিফ কালেক্টর গ্রেপ্তার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

নভেম্বর ১৯, ২০২৪, ০৮:২৯ পিএম


রামগড়ে অস্ত্রসহ ইউপিডিএফের চিফ কালেক্টর গ্রেপ্তার

খাগড়াছড়ির রামগড় থানা পুলিশের বিশেষ অভিযানে দুর্গম পাহাড়ি এলাকা জরিচন্দ্র পাড়া হতে পিস্তল ও এলজিসহ সুবেল ত্রিপুরা প্রকাশ সজল (২৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলের তত্ত্বাবধানে ও রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দিনের নির্দেশনায় রামগড় থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ মঈন উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল  ভোর ৪টার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা জরিচন্দ্রপাড়ায় অভিযান চালিয়ে । একটি মামলার সাজাপ্রাপ্ত ও অপর তিনটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি সুবেল ত্রিপুরা প্রকাশ সজল (২৮) কে  পুলিশ তার বসতঘর তল্লাশি করে দেশীয় তৈরি একটি পিস্তল, একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও দুটি মোবাইল ফোন সেট উদ্ধার করে।পুলিশ জানায়, সজল ইউপিডিএফের মূল গ্রুপের প্রধান চাঁদা কালেক্টর ছিল।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন জানান, গ্রেফতারকৃত সুবেল ত্রিপুরা প্রকাশ সজলের বিরুদ্ধে থানায় অস্ত্রসহ বিভিন্ন অপরাধের ৪টি মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় তার তিন বছরের সাজা হয়। চারটি মামলায়ই সে পরোয়ানাভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে  মামলা রুজু করা হয়েছে।খাগড়াছড়ি আদালতে সোপর্দ করার পর আদাল তাকে জেলা কারাগারে পাঠান।

আরএস

 

Link copied!