Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

টাঙ্গাইলের ঘাটাইলে ষাঁড়ের গুঁতায় প্রাণ গেল গৃহবধূর

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

নভেম্বর ১৯, ২০২৪, ০৯:০৯ পিএম


টাঙ্গাইলের ঘাটাইলে ষাঁড়ের গুঁতায় প্রাণ গেল গৃহবধূর

টাঙ্গাইলের ঘাটাইলে বাবার বাড়ি যাওয়ার সময় ষাড়ের গুঁতায় লক্ষ্মী রানী (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) উপজেলার বেলদহ গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দিঘলকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মির্জা রুহুল কবীর হারিছ।

নিহত গৃহবধূ লক্ষ্মী রানী দিঘলকান্দি ইউনিয়নের বেলদহ গ্রামের গ্রাম পুলিশ হীরালালের স্ত্রী।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টায় লক্ষ্মী রানী স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি ঘাটাইল উপজেলার ধলাপাড়া গ্রামের উদ্দেশে রওনা দেন। যাওয়ার পথে বাড়ির পাশের এক প্রতিবেশীর ষাঁড় তাকে গুঁতা দিলে গুরুতর আহত হন। আহতাবস্থায় প্রথমে তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় লক্ষ্মী রানী মারা যান।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরএস
 

Link copied!