Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নান্দাইলে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

নভেম্বর ২০, ২০২৪, ১২:৪০ পিএম


নান্দাইলে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

ময়মনসিংহের নান্দাইলে যৌথ বাহিনীর অভিযানে এক সাবেক উপজেলা চেয়ারম্যান ও এক সাবেক পৌর মেয়র সহ আওয়ামী লীগের সাতজন নেতাকর্মীকে গ্রেফতার করে বুধবার সকালে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পরে গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার দায়িত্বে থাকা মেজর নাঈম হাসানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ টিম ও নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদকে সঙ্গে নিয়ে উপজেলার পৌর সদর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনাকারী আওয়ামী লীগের সাতজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, নান্দাইলের সাবেক উপজেলার  চেয়ারম্যান ও  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম শাহান (৬২), সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. রফিক উদ্দিন ভূইয়া (৬৬), পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর যুবলীগের সাবেক সভাপতি সারোয়ার জাহান জনি (৪৩), ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম নাঈম (৪৩), পৌর আওয়ালীগের সদস্য জহিরুল ইসলাম (৪০), আওয়ামী লীগের সক্রিয় কর্মী চান মিয়া (৪৪) ও আনিছ মিয়া (৩২)।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ বলেন, নাশকতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনার সময় তাদেরকে গ্রেফতার করে যৌথ বাহিনী। পরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে মেজর নাঈম হাসান বলেন, দেশে নাশকতা সৃষ্টিকারী ও অরাজকতা-নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনাকারী সে যেই হোক না কেন, কাউকেই কোন ধরনের ছাড় দেওয়া হবে না। তাই দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে জোর আহবান জানান।

বিআরইউ
 

Link copied!