Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ঝিকরগাছায় যুবকের লাশ উদ্ধার

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:

নভেম্বর ২০, ২০২৪, ০১:০২ পিএম


ঝিকরগাছায় যুবকের লাশ উদ্ধার

যশোরের ঝিকরগাছায় সাহেব আলী (৩২) নামে যুবকের লাশ উদ্ধার। আজ বুধবার ঝিকরগাছার মাটিকুমরা গ্রামের উত্তর পাড়া রফিকুলের বাড়িসংলগ্ন রাস্তার পাশে আনুমানিক ভোর ৫টার দিকে মসজিদের মুসল্লিরা সাহেব আলীর লাশ দেখতে পায়। 

সাহেব আলী(৩২) ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকুমরা গ্রামের মৃত আব্দুল ওহাব গাজীর ছেলে।

স্থানীয় সূত্র  জানা যায়, সাহেব আলী দীর্ঘ ১৫ বছর এলাকার বাইরে ছিল সে গত কিছুদিন এলাকায় আসছে। দীর্ঘদিন এলাকার বাইরে থাকায় গ্রামবাসী ভালো করে তাকে চেনে না, তার কাছে থাকা আইডি কার্ড দেখে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত হন। তিনি মাটিকুমরা গ্রামের ছেলে। খবর পেয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে এবং সাহেব আলীর মৃতদেহ উদ্ধার করে।

ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ বাবলুর  রহমান খান বলেন, পুলিশ ঘটনাটি অবগত হয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘটনা অনুসন্ধানসহ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিআরইউ
 

Link copied!