Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫,

খালেদা জিয়ার গ্রামে ঢেউটিন বিতরণ করলেন মির্জা ফখরুল

ফেনী জেলা প্রতিনিধি:

ফেনী জেলা প্রতিনিধি:

নভেম্বর ২০, ২০২৪, ০১:৪৮ পিএম


খালেদা জিয়ার গ্রামে ঢেউটিন বিতরণ করলেন মির্জা ফখরুল

ফেনীতে খালেদা জিয়ার নিজ গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২০ নভেম্বর) দুপুরের দিকে জেলার ফুলগাজী উপজেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে দলটির চেয়ারপার্সন ও সাবেক তিন তিনবারের প্রাধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ির আঙ্গিনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে তিনি এসব সামগ্রী বিতরণ করেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফেনী-১ আসনের বিএনপির সাংগঠনিক সমন্বয়ক রফিকুল ইসলাম মজনুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য ডা এ জেড এম জাহিদ হোসেন প্রমূখ।

বিআরইউ
 

Link copied!