Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নাগেশ্বরীতে স্থানীয় পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

নভেম্বর ২০, ২০২৪, ০৩:৩৬ পিএম


নাগেশ্বরীতে স্থানীয় পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত

শিক্ষায় বঞ্চনা বাল্যবিবাহ, শিশুশ্রম, প্রতিবন্ধিতা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্থানীয় পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) ও গণ স্বাক্ষরতা অভিযানের সহযোগিতায় এবং মালালা ফান্ডের অর্থায়নে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভাব বাংলাদেশের নিজস্ব তহবিল থেকে রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়কে একটি ল্যাপটপ প্রদান করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলামের সভাপতিত্বে ও ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ।

বিশেষ অতিথি ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়ক, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কে এম আনিছুর রহমান, উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সোহরাব আলী, বীর মুক্তিযোদ্ধা মোমিন উদ্দীন, আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!