Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাঞ্ছারামপুরে বিএনপির সম্মেলন: সভাপতি পলাশ, সম্পাদক মুসা

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নভেম্বর ২০, ২০২৪, ০৪:৪২ পিএম


বাঞ্ছারামপুরে বিএনপির সম্মেলন: সভাপতি পলাশ, সম্পাদক মুসা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১১টায় বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির আয়োজনে উজানচর ইউনিয়নের রাধানগর জামিয়া মোহাম্মদিয়া ইসলামিয়া মাদরাসা মাঠে এ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন মেম্বারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ।  

উপজেলা বিএনপির সদস্য সচিব এ.কে এম ভিপি মুসার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিম, বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ।

এর আগে সকালে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

এ সময় সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে উপজেলা বিএনপির সভাপতি হিসেবে কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে, সাধারণ সম্পাদক হিসেবে ভিপি একে এম মুসাকে এবং শুকরি সেলিমকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

বাঞ্ছারামপুর পৌর বিএনপির সভাপতি হিসেবে এমদাদুল হক সাইদকে, সাধারণ সম্পাদক হিসেবে সালে মুসা, এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. কামালকে ঘোষণা করা হয়।

সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আহ্বায়ক কমিটির সদস্য নূরে আলম সিদ্দিকী,বেলাল সরকার তুহিন, আসাদুজ্জামান শাহীন।

ইএইচ

Link copied!