Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সিলেটে ভারতীয় চিনির চালান জব্দ

সিলেট ব্যুরো

সিলেট ব্যুরো

নভেম্বর ২০, ২০২৪, ০৪:৫৭ পিএম


সিলেটে ভারতীয় চিনির চালান জব্দ

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ভারতীয় চিনির চালান জব্দ হয়েছে। জব্দকৃত চিনির মূল্য প্রায় আড়াই লাখ টাকা। এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়।

বুধবার ভোরে মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন শাহপরাণ উপশহর আবাসিক এলাকার প্রবেশমুখ থেকে চিনিবোঝাই ট্রাক জব্দ করা হয়।

মহানগর পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বুধবার ভোরে শাহপরাণ উপশহর আবাসিক এলাকার প্রবেশমুখে একটি ডিআই ট্রাক আটক করে তল্লাশি করে ডিবি পুলিশ। এ সময় ট্রাক থেকে ৪০ বস্তা ভর্তি ২ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়।

অভিযানকালে আটক দুই ব্যক্তি হচ্ছেন- গোয়াইনঘাট উপজেলার তুরগ্রামের মো. কলিম উল্লাহের ছেলে আলী আহমদ (৩৯) ও জৈন্তাপুর উপজেলার ঠাকুরের মাটি গ্রামের আবদুল মালিকের ছেলে জামিল আহমদ (২৩)।

এ ঘটনায় শাহপরাণ থানায় আটককৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

ইএইচ

Link copied!