Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

গুইমারায় সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি

নভেম্বর ২০, ২০২৪, ০৫:২৩ পিএম


গুইমারায় সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখার আয়োজনে বুধবার সকাল ১০টায়  তাদের দলীয় কার্যালয়ে গুইমারা শাখার মিডিয়া সম্পাদক আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখার আমির রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা মুহাম্মদ মুস্তাফিজুর রহমান।

উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, সমাজসেবা সম্পাদক ডাক্তার ওমর ফারুক, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মঈন উদ্দিন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ, সাংবাদিক এম সাইফুর রহমান ও বি এম বাশার।

এছাড়া গুইমারা প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল আলীসহ স্থানীয় পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!