Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কালিয়াকৈরে মার্কেটে আগুন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

নভেম্বর ২০, ২০২৪, ০৫:২৯ পিএম


কালিয়াকৈরে মার্কেটে আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জামতলা এলাকায় একটি মার্কেটে আগুন লেগেছে।

দেলোয়ার হোসেন (ঢালু) সরকারের মার্কেটের রানা মিয়ার মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিসের কালিয়াকৈর ও কোনাবাড়ি স্টেশনের চারটি ইউনিট প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণের কাজ চলছে।

ইএইচ

Link copied!