Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভৈরবে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর ২০, ২০২৪, ০৬:২৪ পিএম


ভৈরবে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার

কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবিহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিনের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বণিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আজহার উল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাজির মাহমুদ, পৌর স্যানিটারি ইন্সপেক্টর নাসিমা বেগম প্রমুখ।

অনুষ্ঠানের মুক্ত আলোচনা সভায় ভোক্তার অধিকার নিশ্চিতকরণে উপস্থিত সুধীজনদের মতামত ও বিভিন্ন পরামর্শ গ্রহণ করা হয়।

এছাড়াও সভায় ২ বছর ৬ মাস মেয়াদে ভৈরব উপজেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কমিটি পুনর্গঠন করা হয়।

ইএইচ

Link copied!