Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

শ্রীপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

নভেম্বর ২০, ২০২৪, ০৮:০০ পিএম


শ্রীপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

মাগুরার শ্রীপুরে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাগবাড়িয়া গ্রামের গয়েশপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ধলু ও গয়েশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম সাচ্ছুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সংঘর্ষের ঘটনায় মিনহাজুর রহমান সাচ্ছুর সমর্থক বাহারুল ইসলাম (৪০), নওশের খান (৫০), জয়নাল মোল্যা (৩০) এবং হাবিবুর রহমান ধলুর সমর্থক মুক্তার মণ্ডল (৪৫) সহ উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়।

আহতরা বর্তমানে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, খবর পাওয়ার পর পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষের লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!