Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪,

নাটোরে বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি:

নাটোর প্রতিনিধি:

নভেম্বর ২১, ২০২৪, ০৩:৫০ পিএম


নাটোরে বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত

সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে নাটোরে দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির ৪র্থ ধাপের অংশ হিসেবে জেলা পরিষদ মিলনায়তনে জেলা জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের আয়োজনে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রাকিব, জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম পল সহ কেন্দ্রীয় ও নাটোর জেলার স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন— ৫ আগষ্টের আগে নাটোরে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সংসদ সদস্যরা যে অত্যাচার চালিয়েছে তাদের বিচার হতে হবে। অবিলম্বে তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানান বক্তারা। এছাড়াও তারেক রহমানের নির্দেশে ও নেতৃত্বে আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পরার কথাও বলেন তারা।

আগামীতে দেশের যেকোনো ধরনের ক্রান্তিতে বা স্বৈরাচার পতনের জন্য ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছে বিএনপির স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

আবারো যদি কোনো সংকট দেখা দেয় এই নেতাকর্মীরা কঠোর হাতে তা মোকাবেলা করবে। আর দলের মধ্যে ভেদাভেদ ভুলে সকলকে এক সাথে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

বিআরইউ

Link copied!