Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪,

মাটিরাঙ্গায় কৃষকের মাঝে বিনামূ‌ল্যে বীজ-সার বিতরণ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি:

পার্বত্যাঞ্চল প্রতিনিধি:

নভেম্বর ২১, ২০২৪, ০৪:০৬ পিএম


মাটিরাঙ্গায় কৃষকের মাঝে বিনামূ‌ল্যে বীজ-সার বিতরণ

‘কৃ‌ষিই সমৃ‌দ্ধি’ এই প্রতিপাদ‌্যকে সাম‌নে রে‌খে ২০২৪-২৫ অর্থ বছ‌রে র‌বি মৌসুমে বো‌রো ধানের (উফ‌শী ও হাইব্রিড) জা‌তের ধান উৎপাদন বৃ‌দ্ধির ল‌ক্ষ্যে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ২ হাজার ৫শ‍‍` ক্ষুদ্র ও প্রা‌ন্তিক কৃষক‌দে‌র মাঝে প্রণোদনা কর্মসূ‌চির আওতায় বিনামূ‌ল্যে সার ও বীজ বিতরণ কার্যত্রুম উদ্বোধন করা হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকা‌লের দিকে মাটিরাঙ্গা উপজেলা   কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্ত‌রের আ‌য়োজনে উপজেলা কৃ‌ষি অ‌ফি‌সের সাম‌নে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে মা‌টিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সবুজ আলী‍‍`র সভাপ‌তি‌ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মা‌টিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

এসময় উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: আমির হেসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জয়নাল আবেদীন, দেবাশীষ চাকমা, ও কৃষক কৃষানিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃ‌ষি কর্মকর্তা মো. সবুজ আলী বলেন, কৃ‌ষি প্রধান আমা‌দের দেশে খাদ‌্য উৎপাদন আ‌রো বৃ‌দ্ধির ল‌ক্ষে্য ও সারাদে‌শে বন্যা ক্ষতিগ্রস্ত এলাকার ক্ষুদ্র ও প্রা‌ন্তিক কৃষ‌কের মা‌ঝে বিনামূ‌ল্যে বীজ ও সার বিতরণ কর‌ছে কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্তর। তারই ধারাবা‌হিকতায় মাটিরাঙ্গা উপজেলা কৃ‌ষি অ‌ফিস ‌বিনামূ‌ল্যে ২ হাজার ৫শ জন কৃষ‌কের মধ্যে প্রতি‌ বিঘা জ‌মির জন‌্য ২ কে‌জি হাইব্রিড জা‌তের বীজ ধান পা‌বেন ১ হাজার ৫শ জন জন কৃষক এবং বিঘা প্রতি ১ জন কৃষক ৫‌ কে‌জি উফশী জা‌তের বীজ ধান, ১০‌ কে‌জি ডিএপি, ১০ কে‌জি এমওপি সার পা‌বেন ১০০০ জন কৃষক।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম উপজেলার  ২হাজার ৫শ‍‍` কৃষকের হাতে বিনামূ‌ল্যে সার ও বীজ তুলেদেন।


বিআরইউ

Link copied!