Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কালিয়াকৈরে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

নভেম্বর ২১, ২০২৪, ০৭:০২ পিএম


কালিয়াকৈরে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মহরাবহ এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালক আমিনুল ইসলাম (৪২) নিহত হয়েছেন।

নিহত আমিনুল কুড়িগ্রাম জেলার ফুলঝুড়ি বোয়াল বীর এলাকার মৃত আমজাদ আলীর ছেলে।

বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার হিজলতলী এলাকার জোসেফ মিয়ার বাসায় ভাড়া থেকে আমিনুল ইসলাম অটোরিকশা চালাতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর-ধামরাই সড়কের মহরাবহ এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার এসআই অনুপ কুমার অধিকারী জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ইএইচ

Link copied!