Amar Sangbad
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪,

সশস্ত্র বাহিনী দিবসে বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ‘যুদ্ধজাহাজ দৌলত’

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

নভেম্বর ২১, ২০২৪, ০৭:৪০ পিএম


সশস্ত্র বাহিনী দিবসে বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ‘যুদ্ধজাহাজ দৌলত’

বরিশালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে প্রদর্শিত হয়েছে নৌবাহিনীর জাহাজ বানৌজা বরকত। যা দেখতে জনসাধারণের উপচে পরা ভিড় লক্ষ করা গেছে।

প্রতিবছরের মতো এ বছরও সশস্ত্র বাহিনী দিবসে বরিশালের কীর্তনখোলা নদীতে নৌবাহিনীর জাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে।

এদিন দুপুর ২টা থেকেই বিকাল ৫টা পর্যন্ত উৎসুক জনসাধারণের উপস্থিতি ছিল বেশ। সুশৃঙ্খলভাবে জনসাধারণ বানৌজা বরকতে প্রবেশ করেন। এই জাহাজে কর্মরত ও দায়িত্বরতরা জাহাজটির বিভিন্ন বিষয় জনসাধারণকে অবগত করেন।  

আগত দর্শনার্থীরা জানান, সাধারণত যুদ্ধজাহাজ সাধারণ মানুষের জন্য দেখার সুযোগ থাকে না। শিশু, নারী, পুরুষ সব শ্রেণির মানুষ উপস্থিত হন যুদ্ধ জাহাজ দেখার জন্য।

অভিভাবকেরা জানান, শিশুদের দেশের নৌবাহিনী সম্পর্কে জানাতে, দেশ প্রেমে উদ্বুদ্ধ করতে তারা এখানে নিয়ে এসেছেন। জাহাজটি পরিদর্শন করতে পেরে খুশি দর্শনার্থীরা। দুপুর ২ টা থেকে শুরু হয়ে সূর্যাস্ত পর্যন্ত  সময় নির্ধারিত ছিল।

অপরদিকে জাহাজের কমান্ডার জানান, দেশের নাগরিকদের নৌ বাহিনী  সম্পর্কে   জানাতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

ইএইচ

Link copied!