Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বাগাতিপাড়ায় বাউয়েটে ১২তম বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের র‌্যালি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নভেম্বর ২১, ২০২৪, ০৮:০৩ পিএম


বাগাতিপাড়ায় বাউয়েটে ১২তম বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের র‌্যালি

নাটোরের বাগাতিপাড়ায় কাদিরাবাদ সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির (বাউয়েট) ১২তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষ্যে র‌্যালি ও বিশেষ মোনাজাত করা হয়েছে।

বৃহস্পতিবার ক্যাম্পাসে শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা ও বিদায়ী ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালিটি বাউয়েট ক্যাম্পাসের প্লাজা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও ক্যাম্পাস প্লাজায় ফিরে আসে।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মো. শওকত হুসেন, পিএসসি (অব.), রেজিস্ট্রার লে. কর্নেল কে এফ এ সোহেল (অব.), সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন এবং পদার্থবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, আইন অনুষদের ডিন এবং আইন ও বিচার বিভাগের প্রধান প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম, সিএসই বিভাগের প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, ডেপুটি রেজিস্ট্রার, শিক্ষকমণ্ডলী ও কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানটি সমন্বয় করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্রকল্যাণ উপদেষ্টা মো. মাছুদার রহমান।

ইএইচ

Link copied!