Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গৌরীপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

গৌরীপুর প্রতিনিধি

গৌরীপুর প্রতিনিধি

নভেম্বর ২১, ২০২৪, ০৮:০৯ পিএম


গৌরীপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

ময়মনসিংহের গৌরীপুরে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ লিফলেট বিতরণ করা হয়।

এ সময় নেতৃবৃন্দ চরশ্রীরামপুর, গাজীপুর, কলতাপাড়া, রামগোপালপুর বাস স্ট্যান্ডে পথসভা ও লিফলেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা উত্তর যুবদলের সভাপতি শামছুল হক ভিপি শামছু, সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব, সহ-সভাপতি জিয়া উদ্দিন ফকির, কাজী আব্দুল্লাহ আল আমিন,সানোয়ার হোসেন খান, আনোয়ারুল ইসলাম কামাল,এড. আজিজুল হাই সোহাগ,মোস্তাফিজুর রহমান জুয়েল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৌফিকুল ইসলাম,সহ- সাধারণ সম্পাদক শাহীন ফরিদ,কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সদস্য জালাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মিলন, রাইসুল ইসলাম রিশাদ প্রমুখ।

ইএইচ

Link copied!