Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

সীমান্তে অনুপ্রবেশের দায়ে ২ বাংলাদেশি আটক

আখাউড়া প্রতিনিধি:

আখাউড়া প্রতিনিধি:

নভেম্বর ২২, ২০২৪, ০২:১৫ পিএম


সীমান্তে অনুপ্রবেশের দায়ে ২ বাংলাদেশি আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তপথে অবৈধ পথে ভারত থেকে অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশি তরুণীকে আটক করেছে বর্ডার গার্ড (বিজিবি)।

বৃহস্পতিবার রাতে উপজেলার ফকিরমোড়া বিউপির অধীন সীমান্ত পিলার ২০২২/৯ এস  আব্দুল্লাহপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

শুক্রবার (২২) নভেম্বর সকালে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সীমান্তে আটককৃতরা হলেন খুলনার সদর উপজেলার জিরো পয়েন্ট এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের মেয়ে স্বপ্না বেগম (৩০) ও পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হুগলা বুনিয়া ইউনিয়নের বাসিন্দা হাবিবুর রহমানের মেয়ে সোনিয়া আক্তার

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,আটকৃত দুই নারী ০৩ মাস পূর্বে ভারতের অভ্যন্তরে আগরতলায় বাসা বাড়িতে কাজের জন্য প্রবেশ গমন করে। পরবর্তীতে (২১ নভেম্বর) ভারতীয় মানব পাচারকারী লংকা মোড়ার রাহুল দাসের সহযোগিতায় পাঁচ হাজার টাকার বিনিময়ে বাংলাদেশি মানব পাচারকারী দালাল আব্দুল্লাহপুরের মো. সাইমুনের সহযোগিতায় ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় ফকিরমোড়া বিওপির টহলদলের নিকট আটক  হয়।

আটককৃতদের কাছ থেকে ২টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট, ৪টি ব্যাগ,২টি হাত ঘড়ি,২ জোড়া  স্বর্ণের কানের দুল,১টি স্বর্ণের আংটি,১টি স্বর্ণের চেইন পাওয়া গেছে।আটক অবৈধ অনুপ্রবেশকারীদের মালামালসহ আখাউড়া থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।

২৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতেয়াজ বলেন,সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে কোন প্রকার অনুপ্রবেশকারী সীমান্ত অতিক্রম করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বিআরইউ
 

Link copied!