Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

জীবিত স্বামীকে মৃত দেখিয়ে শেখ হাসিনার নামে করা মামলার বাদী গ্রেপ্তার

মো. শরিফ শেখ, সাভার

মো. শরিফ শেখ, সাভার

নভেম্বর ২২, ২০২৪, ০৪:০৩ পিএম


জীবিত স্বামীকে মৃত দেখিয়ে শেখ হাসিনার নামে করা মামলার বাদী গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জীবিত স্বামীকে মৃত দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে সাভারের আশুলিয়ায় এক নারীর বিরুদ্ধে।

এ ঘটনায় অভিযুক্ত মামলার বাদী কুলসুম বেগমসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার তাকে কক্সবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি আশুলিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

জানা গেছে, গ্রেপ্তার কুলসুম বেগমের স্বামী আল আমিন মিয়া রংপুরের সুমন মিয়ার ছেলে। কাজের সুবাদে সিলেটে থাকেন। এ ছাড়া কুলসুম বেগমের সঙ্গে মিথ্যা মামলা দায়েরের সঙ্গে জড়িত থাকায় রুহুল আমিন ও শফিকুল নামের দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর।

বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় রুহুল আমিনকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজার থেকে কুলসুমকে গ্রেপ্তার করা হয়। পরে মানিকগঞ্জ থেকে শফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে শুক্রবার আদালতে তোলা হবে।

পুলিশের জিজ্ঞাসাবাদে মামলার বাদী কুলসুম বেগম বলেন, চাকরি দেওয়ার কথা বলে তাকে আশুলিয়ায় নিয়ে আসা হয়। এরপর পাঁচ লাখ টাকা ও প্রতি মাসে ২০ হাজার টাকা ভাতা দেওয়ার কথা বলে তাকে দিয়ে মামলাটি করানো হয়। রুহুল আমিন ও শফিকুলের কথায় তিনি মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, জীবিত স্বামীকে মৃত দেখিয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালসহ আওয়ামী লীগের ১৩০ নেতাকর্মীর নামে মামলা করেন কুলসুম। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, ছাত্র আন্দোলন চলাকালে ৫ আগস্ট তার স্বামী আলামিন নিহত হয়েছেন। গত ৮ নভেম্বর আশুলিয়া থানায় মামলাটি করা হয়। বিষয়টি জেনে এর কয়েকদিন পর আলামিন সিলেটের সুরমা থানায় গিয়ে হাজির হন। এ খবর ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা।

ইএইচ

Link copied!