Amar Sangbad
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪,

৩০ বছর কারাভোগ শেষে ভ্যান নিয়ে বাড়ি ফিরলেন হুমায়ন

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

নভেম্বর ২২, ২০২৪, ০৪:৪৫ পিএম


৩০ বছর কারাভোগ শেষে ভ্যান নিয়ে বাড়ি ফিরলেন হুমায়ন

স্ত্রীর গায়ে অ্যাসিড নিক্ষেপ মামলায় ৩০ বছর কারাভোগ প্রায় শেষে একমাস আগে কারামুক্তি পেয়েছিলো বরিশাল জেলার আগৈলঝারা উপজেলার রতনপুর গ্রামের আমাজেদ আলী মৃধা’র ছেলে হুমায়ুন কবির।

হুমায়ন মুক্তি পেলেও তার জীবন সংসার কীভাবে চালাবেন তা নিয়ে তার হতাশার কমতি ছিল না। দীর্ঘ দিনের কারাভোগে এখন সবকিছু তার কাছে ছিল এলোমেলো। সুন্দর জীবন যাপনের পথও ছিল অজানা। পরে হুমায়ন কান্না জড়িত কণ্ঠে বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানালে কারা কর্তৃপক্ষ সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজের সাথে আলাপ করলে তিনি জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের কাছে হুমায়নের জীবনকাহিনি তুলে ধরেন।

পরে জেলা প্রশাসক তার চিন্তা দূর হওয়ার সহায়ক হিসেবে গতকাল তার নতুন জীবনের জীবিকা নির্বাহের জন্য আয়ের উৎস হিসেবে একটি ভ্যান গাড়ি উপহার দেওয়া হয় হুমায়নকে।

ভ্যানগাড়ি বিতরণকালে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার, বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ওবায়দুর রহমান, বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ.কে.এম.আখতারুজ্জামান, সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজসহ আরও অনেকে।

কারামুক্ত হুমায়ন বলেন, কারামুক্তির পর কী করব তা ভেবে চরম হতাশায় ছিলাম। এমন সময় ভ্যানগাড়ি পাওয়ায় আমার সুন্দর জীবন গড়তে সহায়ক হবে।

তিনি আরও বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি হয়ে ৩০ বছর জেল খেটে মুক্তি পাওয়া পর আমি নতুন ভাবে জীবন জীবিকার নির্বাহের জন্য আয়ের সঙ্গী হিসেবে ভ্যানগাড়ি পেয়ে মুক্তির আনন্দে সাথে বাড়তি আনন্দ আসলো আমার জীবনে। জেলা প্রশাসক স্যারে এই উপহারের গাড়িটি আমার বাকি জীবনের জন্য নতুন আরেক ঠিকানায় পৌঁছে দিবে।

ইএইচ

Link copied!