Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

তেরশ্রী গণহত্যা দিবস পালন

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ প্রতিনিধি

নভেম্বর ২২, ২০২৪, ০৫:৫৬ পিএম


তেরশ্রী গণহত্যা দিবস পালন

১৯৭১ সালের ২২ নভেম্বর পাকিস্তানি হানাদার ও তাদের দোসর রাজাকার আলবদররা মানিকগঞ্জ জেলায় ঘিওর উপজেলার তেরশ্রী গ্রামে তৎকালীন জমিদার সিদ্ধেশ্বর প্রসাদ রায় চৌধুরী অধ্যক্ষ আতিয়ার রহমানসহ ৪৩ জন গ্রামবাসীকে গুলি করে, বেওনেটের আঘাত ও আগুন দিয়ে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করে।

তাই আজকের এই দিনটি  গণহত্যা দিবস  হিসেবে পরিচিত লাভ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে শুক্রবার সকাল ৮টায় এলাকার সর্বস্তরের জনগণ ও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এ দিবসটি পালন করেন। দিবসটি গণহত্যা দিবস হিসেবে পালন করে।

অ্যাডভোকেট ফিরোজ আলম বাবু, অ্যাডভোকেট আব্দুল আলিম খান মনোয়ার ও বড়টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারেস, সহকারী কমিশনার (ভূমি) নুরজাহান আক্তার সাথী, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের মানবসম্পদ উন্নয়ন সম্পাদিকা খন্দকার ফারহানা ইয়াসমিন আতিকা, ঘিওর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান কুদরত, পয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন মানিক, সাধারণ সম্পাদক আল মামুন, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব অ্যাডভোকেট মামুন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. জাকির হোসেন বাপ্পি, সাধারণ সম্পাদক জাহিদ হাসান মুন্না, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব সাইফ ছানোয়ার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সবুজ বেপারী, পয়লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার তোহা টুটুল, সদস্য সচিব রিমন ঠাকুরসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!