Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কালিয়াকৈরে নবনির্মিত ওয়ামি কমপ্লেক্স উদ্বোধন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

নভেম্বর ২২, ২০২৪, ০৬:১১ পিএম


কালিয়াকৈরে নবনির্মিত ওয়ামি কমপ্লেক্স উদ্বোধন

গাজীপুরের শফিপুরে নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে দশটায় উপজেলার শফিপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে এ কমপ্লেক্সের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তবর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সৌদির রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান, সৌদি আরবের ওয়ামি সচিবালয়ের সহকারী মহাসচিব প্রফেসর ড. আবদুল হামিদ ইউসুফ আল মাজরু‍‍`, রিয়াদস্থ ওয়ামি প্রধান কার্যালয়ের বৈদেশিক অফিস ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ফয়সাল সাআ‍‍`দ আব্দুল্লাহ বিন জাবর এবং ত্রাণ বিভাগের কর্মকর্তা আব্দুল মালেক আল আমের।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ভ্রাতৃপ্রতিম বাংলাদেশ ও সৌদি আরবের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ওয়ামি বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ডা. মোহাম্মদ রেদওয়ানুর রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন।

ইএইচ

Link copied!