Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫,

চকরিয়ায় গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

নভেম্বর ২২, ২০২৪, ০৭:২৮ পিএম


চকরিয়ায় গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে শিবলা দাস (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।

শিবলা দাশ (২৫) উপজেলার খুটাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর ফুলছড়ির জলদাশ পাড়ার রঞ্জিত দাশের স্ত্রী। সে এক কন্যা সন্তানের জননী। রঞ্জিত দাস ওই এলাকার পেঠান দাসের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূইঁয়া বলেন, ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে শিবলা দাসের মৃত্যু হয়েছে। তবু ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। তদন্ত রিপোর্ট পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!