Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শ্রীপুরে মহিলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

নভেম্বর ২২, ২০২৪, ০৭:৪১ পিএম


শ্রীপুরে মহিলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

মাগুরার শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি স্বর্ণালি জোয়ার্দার রিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার সারঙ্গদিয়া তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

সারঙ্গদিয়ার স্থানীয় বাসিন্দা আবু সাঈদ বলেন, স্বর্ণালী জোয়ার্দার রিয়া স্বৈরাচারী আওয়ামী লীগের শাসন আমলে ঢাকাতে নারী সাপ্লাই এবং মাগুরায় মাদক বাণিজ্যের সাথে পরোক্ষভাবে জড়িত। সে এবং তার ভাগিনা (এম সাদিক হাসান সৈকত) ২০ কেজি গাঁজাসহ ঢাকা যাত্রাবাড়ী থানায় গ্রেপ্তার হন সে মামলায় এখন আটক রয়েছে।

তিনি বলেন, গ্রামে তার মাদক বাণিজ্যে বন্ধ করতে বলায়, সে আমাকে হামলার পাশাপাশি খুলনায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দিয়ে হয়রানি করে। এই স্বর্ণালী জোয়ার্দার রিয়া ক্ষমতাসীন সম্পদশালীদের টার্গেট করে যৌনতার ভিডিও ধারণ করে চাঁদাবাজি করতেন। আর এ ঘটনায় দারিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাননের নগ্ন ভিডিও ফেসবুকে ভাইরাল হলে পদ হারান।

শ্রীপুর থানা সাব-ইন্সপেক্টর মো. জয়নুল ইসলাম জানান, স্বর্ণালী জোয়ার্দার রিয়াকে সুনির্দিষ্ট মামলায় শুক্রবার সকালে শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের নিজ বাসা থেকে গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে রাখা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, ২০২২ সালে শ্রীপুর থানায় একটি ফৌজদারি মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ইএইচ

Link copied!